সুস্থ থাকা ও শরীর বাড়ানোর উপায়? আমার বয়স ২২ বছর আমি একজন ছেলে।আমি নিয়মিত গাজা খাই।আমার মুখের চাপা ফুলাতে চাই।আমি প্রায় ৬ বছর ধরে হস্তমৈথুনে আসক্ত।আমার শরীর বাড়াতে চাই।আমি আমার শরীর নিয়ে আমার বন্ধুদের কাছে অনেক কথা শুনি।দুর্বল ভাবও থাকে আমার শরীরে।ঘুম ঘুম ভাব থাকে একটা।এখন আমি কি করতে পারি আমার শরীরের জন্য। কেউ বিজ্ঞ মানুষ থাকলে আমাকে একটু হেল্প করবেন দয়া করে...